দেবের শ্যুটিং ফ্লোর এবার বাংলাদেশ

নিউজটাইম ওয়েবডেস্ক : এপার বাংলার পর ওপার বাংলা। নিজেকে ‘কমান্ডো’ করে তুলছেন টলিউডের সুপারস্টার। নানান জল্পনার পর অবশেষে বুধবার থেকে শুরু হয়েছে দেবের নতুন ছবি ‘কমান্ডো’র শ্যুটিং। সেলিম খানের প্র‌যোজনায়, শামীম আহমেদ রনীর পরিচালনায় নিজের প্রথম বাংলাদেশী ছবির শ্যুটিং শুরুর খবর সোশ্যাল সাইটে জানিয়েছেন দেব, চেয়ে নিয়েছেন আর্শীবাদ।

 সবে মাত্র মুক্তি পেয়েছে তাঁর আপকামিং রিলিজ ‘টনিক’-এর টিজার। ‌যেখানে এক কথায় অনবদ্য তারকা। হাতে রয়েছে তাঁর প্র‌যোজিত পুজো রিলিজ হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। দু’দুটি ছবির প্রোমশনকে পাশে রেখেই এবার বাংলাদেশে শ্যুটিয়ে ব্যস্ত তারকা। প্রকাশ্যে এসেছে ‘কমান্ডো’র পোস্টার।

প্রসঙ্গত, এই একই নামের ছবি ইতিমধ্যেই তৈরি হয়েছে বলিউডে। এবং প্রশংসিতও হয়েছিল দর্শকমহলে। ঢালিউডের ‘কমান্ডো’ কী এই বলিউড ছবির রিমেক? সে বিষয়ে ধোঁয়াশা থাকলেও বলিউডের ছবিতে বিদ্যুৎ জামওয়ালের লুকের সঙ্গে হুবহু মিলছে দেবের লুক। এখন তাই অপেক্ষা দেবের ঢালিউডের অপকামিং রিলিজের প্রথম ঝলকের।  

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube