
।। স্বর্ণালী মান্না ।।
হায়দরাবাদে চলছিল “প্রজেক্ট কে”-র শুটিং । সেই ছবিরই অ্যাকশন দৃশ্য করতে গিয়ে চোট পান বুকের পাঁজরে । সেই কথা নিজের ব্লগে ভক্তদের জানান অমিতাভ বচ্চন । দুশ্চিন্তার ভাঁজ পড়ে তাঁর অনুরাগীদের কপালে ।
স্থগিত হয়ে যায় ছবির শুটিং । গত ক’দিন জলসার অন্দরমহলেই থাকতে হয় তাঁকে । ছেদ পড়ে প্রতি রবিবার ভক্তদের দর্শন দেওয়াতেও ।যদিও নিজের ভক্তদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে ছিলেন ব্লগের মাধ্যমে । অনুরাগীদের জানাতেন নিজের শরীরের খবর ।
অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা দিলেন অমিতাভ ।সাদা পাজামা-পাঞ্জাবির উপর নকশা করা কালো জ্যাকেটে এলেন ভক্তদের সামনে । দেখা গেল তাঁর ডান হাত বুকের কাছে সাদা চাদরে বাঁধা ।
সুত্রের খবর, গত তিন সপ্তাহ ধরে বাড়িতেই ছিলেন তারকা । নিজেকে ব্যস্ত রাখতে বই, সঙ্গীত ও সমাজ মাধ্যম কে সঙ্গী করেছিলেন । বাড়িতে থাকতে আর মন বসছে না তাঁর । তবে ডাক্তারের কাছ থেকে এখনও মেলেনি সবুজ সংকেত ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023