দেখা দিলেন বিগ বি

।। স্বর্ণালী মান্না ।।

হায়দরাবাদে চলছিল “প্রজেক্ট কে”-র শুটিং । সেই ছবিরই অ্যাকশন দৃশ্য করতে গিয়ে চোট পান বুকের পাঁজরে । সেই কথা নিজের ব্লগে ভক্তদের জানান অমিতাভ বচ্চন । দুশ্চিন্তার ভাঁজ পড়ে তাঁর অনুরাগীদের কপালে ।

স্থগিত হয়ে যায় ছবির শুটিং । গত ক’দিন জলসার অন্দরমহলেই থাকতে হয় তাঁকে । ছেদ পড়ে প্রতি রবিবার ভক্তদের দর্শন দেওয়াতেও ।যদিও নিজের ভক্তদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে ছিলেন ব্লগের মাধ্যমে । অনুরাগীদের জানাতেন নিজের শরীরের খবর ।

অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা দিলেন অমিতাভ ।সাদা পাজামা-পাঞ্জাবির উপর নকশা করা কালো জ্যাকেটে এলেন ভক্তদের সামনে । দেখা গেল তাঁর ডান হাত বুকের কাছে সাদা চাদরে বাঁধা ।

সুত্রের খবর, গত তিন সপ্তাহ ধরে বাড়িতেই ছিলেন তারকা । নিজেকে ব্যস্ত রাখতে বই, সঙ্গীত ও সমাজ মাধ্যম কে সঙ্গী করেছিলেন । বাড়িতে থাকতে আর মন বসছে না তাঁর । তবে ডাক্তারের কাছ থেকে এখনও মেলেনি সবুজ সংকেত ।    

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube