
।। অলিপ মিত্র ।।
দুয়ারে সরকার গিয়ে মিলছে না ফর্ম,দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার সাধারণ মানুষ আর তাঁর জেরে ক্ষিপ্ত হয়ে ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর চালালো খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি।আর এমন পরিস্থিতি সামাল দিতে নামানো হলো বিশাল বাহিনী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথিমিক বিদ্যালয়ে।
দুয়ারের সরকারে গিয়ে গ্রামবাসীরা হয়রানির শিকার হওয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নেতৃত্বে ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর চালাল। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সরকারি আধিকারিক জানিয়েছেন, পর্যাপ্ত ফর্ম রয়েছে। কিছু বিভাগের নাম পরিস্কার না থাকায় সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথিমিক বিদ্যালয়ে।
গত ১ এপ্রিল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দূয়ারে সরকার ক্যাম্প।মুসলমান সম্প্রদায়ের মানুষের চলছে রমজান মাস। অন্যদিকে সকাল থেকে প্রখর রৌদ্র।বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সরকারি সুবিধা পেতে মুসলমান সম্প্রদায়ের মানুষ সহ গ্রামবাসিরা দূয়ারে সরকারে হাজির হয়েছিলেন।সকাল সাড়ে দশটায় দূয়ারে সরকার ক্যাম্প চালু হবার কথা থাকলে বেলা সাড়ে এগারোটার নাগাদ সরকারি কর্মীরা দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হন। ক্যাম্প চালু হলেও সরকারি প্রকল্পের আবেদনপত্র(ফর্ম) অপ্রতুল থাকায় দূরদূরান্ত থেকে আসা গ্রামবাসীরা ফর্ম না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন।দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই বাড়ি তৃণমূল অঞ্চল সভাপতি আকবর আলী।সাধারন মানুষকে সাহায্য করতেই সকাল সকাল তিনি ক্যাম্পে হাজির হয়েছিল।দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকেও ক্যাম্প চালু হয় নি। ক্যাম্প চালু হলেও ফর্ম না থাকায় চরম হয়রানির শিকার হন বাসিন্দারা। বাধ্য হয়েই সাধারন মানুষের স্বার্থে ক্যাম্পের সমস্ত আসবাবপত্র বারান্দা থেকে বাইরে ফেলে দেন।এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।আগডিমটি খুন্তি অঞ্চলের সরকারি আধিকারিক সাগরাম সোরেন জানিয়েছেন,ক্যাম্পে পর্যাপ্ত ফর্ম আছে। বিভাগের নাম এখনও দেওয়া হয় নি। এনিয়ে গ্রামবাসীরা সমদ্যায় পড়েন।দ্রুত নাম লিখে বিভাগ গুলোতে লাগিয়ে দেওয়া হচ্ছে।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023