Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ‘ভার্চুয়াল ডেট’, প্রায় ৩০০ পরিবারের খাবারের দায়িত্ব নিলেন অর্জুন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় দেশের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। দেশের সরকারের পাশাপাশি একাধিক রাজ্যের সরকারকেও আর্থিক অনুদান দিতে দেখা গিয়েছে অভিনেতা-অভিনেত্রীদের। তবে এবার দুস্থ মানুষগুলোর পেট ভারাতে এক অভিনব পন্থা গ্রহন করলেন অর্জুন কাপুর। বলি অভিনেতা জানিয়েছে, ত্রান তহবিলে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেই  যেকেউ তাঁর সাথে ভার্চুয়াল ডেটে যেতে পারবেন। আর সেখান থেকে যা অর্থ সাহায্য় মিলবে তা দুস্থদের মুখে অন্ন তুলে দেওয়ার কাজে লাগানো হবে। এবার কথা দিয়ে সেকথা রাখলেনও তারকা। অভিনেতা জানিয়েছেন, ভার্চুয়াল ডেট করার পর যে টাকা উঠেছে তাকে ৩০০ দুস্থ পরিবারের জন্য় ১ মাসের অন্ন সংস্থান করতে পারবেন তিনি। 

সম্প্রতি ভক্তদের সাথে ভিডিও কলে নৈশভোজের প্রস্তাব দেন অভিনেতা অর্জুন কাপুর। তিনি বলেন, ভিডিও কলের মাধ্য়েমে যেঁ বা যাঁরা তাঁর সাথে নৈশভোজে রাজি হবেন তাঁদের দুটি সংস্থার ত্রাণ তহবিলে দান করতে হবে। একানেই শেষ নয়। যাঁরা অনুদান দেবেন তাঁদের মধ্য়ে থেকে ৫ জনকে লাকি ড্রয়ের মাধ্য়েমে বেঁছে নেওয়া হবে বলেও তিনি জানান। কথামতো কাজও করলেন অভিনেতা। অর্জুন কাপুর জানিয়েছেন এই ভার্চুয়াল ডেট থেকে তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান পাওয়া গিয়েছে। একইসাথে বিজেতা ৫ জনের সাথে এদিন একটি ভিডিও কলের ফুটেজও শেয়ার করেন তিনি। সেখানে একজনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও শোনা যায় অর্জুনকে। ভার্চুয়াল ডেটের টাকায় কিছু দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে খুশি হয়েছেন অভিনেতা। 

দিন আনা দিন খাওয়া মানুষগুলোর মুখে অন্ন তুলে দিতে গিভ ইন্ডিয়া এবং ফ্যান কাইন্ড অফিশিয়াল নামে দুই সংস্থার সাথে হাত মিলিয়েছেন অর্জুন কাপুর। এই দুই সংস্থার মাধ্য়মেই দিনমজুরদের খাবার ও আর্থিক অনুদান পাঠাবেন অভিনেতা। দেশের এই সংকটের মুহূর্তে দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়ে অর্জুন কাপুর বলেন, “করোনা ভাইরাসের জেরে আমাদের চারপাশের দিন আনি দিন খাই মানুষগুলোকে নিদারুন সমস্যার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। সে আপনার প্রিয় চাটওয়ালা ভাই-ই হোক কিংবা ধোপা, কুলি, রিকশাচালক, ড্রাইভার-এঁরা  সবাই সংকটের মধ্যে রয়েছে। আর এই তহবিলের টাকা তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই ব্যয় হবে।”   

 

Inform others ?
Show Buttons
Hide Buttons