
নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনব কায়দায় এক ঝাঁক দুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন এক লটারি বিক্রেতা।মঙ্গলবার আলিপুরদুয়ারের সীমান্ত শহর জয়গাঁর মোট দু’শো ষাট জন মাধ্যমিক পরিক্ষার্থীদের প্রত্যেকের হাতে নগদ পাঁচশো টাকা করে তুলেদিলেন লটারি বিক্রেতা আমিনুর ইসলাম।
এক সময় অভাবের তাড়নায় লেখাপড়া করতে পারেননি আমিনুর।এখন লটারির ব্যবসা করে অবস্থা খানিকটা স্বচ্ছল,তাই নিজের কমিশনের টাকা বাঁচিয়ে জমাতে শুরু করেছিলেন আমিনুর।উদ্দেশ্য একটাই ছিলো, যে ভাবেই হোক ওই সঞ্চিত টাকা খরচ করবেন দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করা। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই তিনি এলাকার পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাঁর কথায় ‘অভাবের কারনে এক সময় পড়াশোনা করা হয়ে ওঠেনি।পেট বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে লটারির টিকিট বিক্রি করতাম।এমনকি টাকার অভাবে নিজের সন্তানদেরকেও ঋণধার করে পড়াতে হয়েছে।তাই ভাবলাম পরীক্ষার এই ক’টা দিন ওই পড়ুয়াদের হাতে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত ও টিফিন বাবদ সামান্য টাকা তুলে দিতে পারলে, ওরা খানিকটা সহায়তা পাবে।তাই ওই টাকা তুলে দিয়েছি।” তবে টাকা দেওয়ার সময় প্রকৃত পরীক্ষার্থী কি না তা নিশ্চিত হতে প্রত্যেকের এ্যাডমিট কার্ডের ছবি তুলে রেখেছেন আমিনুর ইসলাম।তাঁর ওই মহৎ উদ্যোগকে সাবাশি জানিয়েছেন এলাকার পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা।আগামী দিনেও ওই ভাবেই পড়ুয়াদের পাশে ফের দাঁড়াবেন বলে জানিয়েছেন ওই লটারি বিক্রেতা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022