
নিউজটাইম ওয়েবডেস্ক : ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিপূরণে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অন্ত নেই। তাই বলে দুর্নীতির টাকা দিয়ে মধুচক্রে যোগদান! চাঞ্চল্যকর এমনই অভিযোগ উঠেছে অধিকারীদের খাসতালুক কাঁথিতে। অভিযোগ, শহরের ৬ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর প্রতাপ মাইতি আমফানের ক্ষতিপূরণের কাটমানি দিয়ে মধুচক্রে যোগদান করছেন। এই অভিযোগে তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমফানের ত্রাণে ব্যাপক দুর্নীতি করেছেন কাউন্সিলর প্রতাপ মাইতি। ঘনিষ্ঠদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়ে তার থেকেও কাটমানি নিয়েছেন তিনি। সেই টাকায় বিভিন্ন হোটেলে মধুচক্রে যোগদান করছেন কাউন্সিলর। অথচ যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা একটা ত্রিপল পর্যন্ত পাননি। ত্রাণ চাইতে গেলে তাঁদের অপমান করেছেন কাউন্সিলর। এই অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবিলম্বে প্রতাপ মাইতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন তাঁরা। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022