
নিউজটাইম ওয়েবডেস্ক : বিয়ে করলেন দুর্নিবার সাহা ও মোহর সেন, ওরফে ঐন্দ্রিলা।গোঁড়া থেকেই প্রেম লুকিয়ে রাখেননি তাঁরা, ফলে সামাজিক মাধ্যমে তাঁদের নিয়ে চর্চাও কম হয়নি। প্রেম করছেন, বিয়েও করবেন সেই খবরও শোনা যেত কান পাতলে। গতকালই ছিল সেই শুভক্ষণ।দুজনে বিয়ে সেরে ফেললেন।
দুর্নিবার সাহা গানের জগতে পরিচিত মুখ। জনপ্রিয় এক রিয়েলিটি শো’য়ের দৌলতে এবং তাঁর কন্ঠের জাদুতে অনুরাগীর সংখ্যা বেড়েছে। অন্যদিকে মোহর সেন বেশ কিছু বছর ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’এর পিআর ম্যানেজার। সারা বছর প্রসেনজিতের গতিবিধির যাবতীয় খুঁটিনাটি তিনিই সামলে দেন।কর্মসূত্রের সীমানা পেরিয়ে তাই মোহর, বুম্বাদের প্রিয় পাত্রী, কাছের লোক। এক প্রকার নিজে দাঁড়িয়ে থেকে মোহর-দুর্নিবারের বিয়ে দিলেন বুম্বা দা। অতিথি আপ্যায়ন করলেন, বিয়ের উপাচারের প্সহে দাঁড়িয়ে নিবিড় পর্যবেক্ষণ করলেন, শাঁখ বাজিয়ে মোহর-দুর্নিবারের আরও মঙ্গল কামণা করলেন।বিয়েতে উপস্থিত ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও। টলিউডের আরও অনেকের তারকার উপস্থিতিতে মোহর-দুর্নিবারের বিয়েতে যেন চাঁদের হাট বসেছিল।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023