দুর্ঘটনার কবলে ঋষভ, অনিশ্চিত ক্রিকেট জীবন

নিউজটাইম ওয়েবডেস্ক : ভোরের আলো তখনও ভালো ফোটেনি, তার আগেই অন্ধকার নামল ঋষভের জীবনে। ব্যাট হাতে দূর পাল্লার শটে বলকে বাউন্ডারির বাইরে পাঠান অবলীলায়, স্টিয়ারিং হাতেও ঝড় তুলে ছিলেন ভোরের কুয়াশা মাখা রাস্তায় ৷ কিন্তু গতিই বিপদ ডেকে আনল ঋষভ পন্থের জীবনে। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। দিল্লি থেকে রুড়কি যাওয়ার পথে হাইওয়েতে ডিভাইডারে ধাক্কা মারেন ঋষভ। দুর্ঘটনাগ্রস্থ ঋষভের গাড়িটিতে আগুন লেগে যায়।

স্থানীয় বাসিন্দা, এরপর গুরুতর আহত ভারতীয় দলের ক্রিকেটারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে দেরাদুনের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাথায় এবং পিঠে গুরুতর চোট পেয়েছেন পন্থ, পাশাপাশি মালাইচাকিও ক্ষতিগ্রস্থ হয়েছে। অবস্থা সঙ্কটজনক থাকায় দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয় টিম ইন্ডিয়ার সদস্যকে। প্রয়োজনে প্লাস্টিকসার্জারিও করা হতে পারে ঋষভের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উঠে আসছে একাধিক তথ্য। গাড়ির গতি বেশি থাকার জন্য দুর্ঘটনা ঘটতে পারে। ঘন কুয়াশাও কারণে বা চালক ঘুমিয়ে পড়ার জন্যও দুর্ঘটনা ঘটতে পারে।

এই দুর্ঘটনায় প্রবল অনিশ্চিত হয়ে পড়ল ক্রিকেটার ঋষভের কেরিয়ার। প্রাথমিকভাবে অনুমান অন্তত ১ বছর মাঠের বাইরে থাকতে হবে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। ফলে ঘরের মাঠে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেন, এমনকি খেলতে পারবেনা আইপিএলে। বিকল্প খুঁজতে হবে দিল্লিকে। খবর পেয়েই আসরে নামে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোর্ডের শীর্ষ কর্তারা যোগাযোগ রাখছেন পথের পরিবারের সঙ্গে। আপাতত উত্তরাখণ্ড সরকার রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে। প্রয়োজনে সেরা চিকিৎসা পরিসেবার বন্দোবস্ত করবে বিসিসিআই। দুপুরেই ঋষভকে সরকারিভাবে বিবৃতি প্রকাশ করে বোর্ড। পন্থের আরোগ্য কামনায় সতীর্থ ক্রিকেটার থেকে প্রাক্তনীরা। অতীতে যুগরাজ সিং থেকে মাইকেল শুমাখার জীবনের ছন্দ কেড়ে নিয়েছিল। দুর্ঘটনা, আবারও দাস্তানা হাতে মাঠে ফিরুন ঋষভ, প্রার্থনায় ক্রিকেট মহল ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube