দুর্গাপুরে সিএএ বিরোধী সমাবেশে দলের নেতানেত্রীদের বিশেষ নির্দেশ মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার বাঁকুড়ার পর বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। কখনও হাল্কাভাবে, আবার কখনও কড়া ভাষায় নির্দেশ দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল দুটি দফরের বিরুদ্ধে নজরদারি চালানোর। বৃহস্পতিবার তিনি বলেন, মানবিকভাবে চালাতে হবে হাসপাতাল।

২ বছর আগে তৈরি জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার বিষয়টি নিয় মুখ্যমন্ত্রী বলেন, ভূমি সংস্কার দফতর এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঘুঘুর বাসা ভাঙতে হবে। দুর্নীতি দমন শাখাকে এই দুই দফতরের ওপর নজরদারি চালাতে নির্দেশ দেন তিনি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলে, ঠিকাদার সংস্থার সম্পত্তি ক্রোক করা হবে। যে ঠিকাদার সংস্থা এই কাজ করেছিল তাকেই ফের কাজটি করে দিতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন মানবিকভাবে হাসপাতাল চালানোর উপদেশ দিয়েছেন। প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতাল চালাতে গেলে মানবিক হতে হবে এবং প্রয়োজনে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কা‌র্যত সতর্ক করে দিয়েছিলেন দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের। নাম, না উল্লেখ করেই তিনি বলেছিলেন, যাঁরা নিজেদের ছাড়া কাউকে ভালবাসে না, তাঁদের তিনি নজরে রেখেছেন।

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube