চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের আরও এক রূপকথা লিখল রিয়াল মাদ্রিদ

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।

চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের আরও এক রূপকথা লিখল রিয়াল মাদ্রিদ। লা লিগায় পারফরম্যান্স যতই নড়বড়ে থাকল । চ্যাম্পিয়ন্স লিগে স্বমহিমায় রিয়াল। অ্যানফিল্ডে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়ে নক আউটের যাত্রা শুরু করল কার্লো আনসেলোত্তির দল। ম্যাচের শুরুতেই লাল জার্সিধারীদের দাপট। ১৪ মিনিটের মধ্যেই নুনেজ এবং মহম্মদ সালাহের সৌজন্যে ২ গোলের লিড নিয়ে নেয় লিভারপুল।

কিন্তু ফুটবল দেবতা বোধহয় একটু অন্যরকমভাবেই ম্যাচের চিত্রনাট্য সাজিয়েছিলেন। প্রথমার্ধের বাঁশি বাজার আগেই ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করে ম্যাচে সমতা ফেরালেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিলিতাও লিড দিলেন। এরপরই শুরু বেঞ্জিমা ম্যাজিক। জোড়া গোল করে ম্যাচ থেকেই ভ্যানিশ করে দিলেন লিভারপুলকে। শুধু জয় নয়, অ্যাওয়ে ম্যাচ থেকে তিন গোলের লিড নিয়ে মাদ্রিদে ফিরছে রিয়াল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube