
এগরা ও বজবজের বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু মিছিল থেকে শিক্ষা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হারালে আগামী দু’মাস বাজি ব্যবসা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন । মঙ্গলবার সকাল থেকে এলাকায় মাইকিং করে বাজি ব্যবসায়ীদের সতর্ক করা হয় ।
রাজ্যে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণে আতঙ্কিত প্রশাসন । প্রশাসনের পক্ষ থেকে বারুইপুরের হারালে আগামী দু’মাস বাজি ব্যবসা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে । একদিকে যেমন এই দু’মাস কোন বাজি তৈরি করা যাবে না, ঠিক তেমনই বাজি তৈরির কাঁচামাল, বারুদ সহ অন্যান্য সামগ্রীও মজুদ করা যাবে না বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে ।
প্রশাসনের নির্দেশ মেনে চলতে রাজি হয়েছে চম্পাহাটি হারাল বাজি ব্যবসায়ী সমিতি । সেই অনুযায়ী মঙ্গলবার তারা নিজেদের মধ্যে একটি বৈঠকও করেছেন বলে জানা যায় । তবে নিজেদের জীবিকা বন্ধ হয়ে যাওয়ার কারণে যথেষ্ট চিন্তার মধ্যে পড়েছেন বাজি ব্যবসায়ী ও বাজি ব্যবসার সাথে জড়িত মানুষজন ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023