
নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ২৪ ফেব্রুয়ারী সস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগের মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে তাল কাটল সফরের। বাণিজ্যক্ষেত্রে আমেরিকার সাথে ভালো ব্যবহার করে না ভারত সরকার, এদিন এমনই অভিযোগ করলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের আসার খবর পাওয়ার পর থেকেই এদেশে যেন সাজো সাজো রব পড়ে গিয়েছে। আমেদাবাদে বস্তি ঢাকতে উঠেছে পাঁচিল। এমনকি তাতে পড়েছে রঙের প্রলেপ। যমুনার দুর্গন্ধ যাতে তাঁর নাকে না এসে পৌঁছায়, তাই আগ্রায় যমুনাতে ৫০০ কিউসেক জল ছাড়ার বন্দোবস্ত করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ভারতে আসার পর ওইদিন বিকেলেই তিনি যাবেন তাজমহল দর্শনে। কিন্তু এই মুহূর্তে যমুনার অবস্থা অত্যন্ত খারাপ। জলস্তরও নেমে গিয়েছে অনেকটাই নিচে। আবর্জনায় পরিপূর্ণ এই যমুনার অবস্থা অত্যন্ত করুণ। এই অবস্থা ঢাকতে বুলেন্দ শহরের গঙ্গানাহার থেকে ছাড়া হয়েছে ৫০০ কিউসেক জল যা বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে আগ্রায় ঢুকে পড়বে। ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছাবে লার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান। বিমানবন্দরে এদিন তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে মোদী এবং ট্রাম্প যাবেন মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতি আশ্রমে। সেখানে প্রায় ২০ মিনিটের মতো সময় কাটাবেন তাঁরা। চরকায় সুতোও কাটতে পারেন ডোনাল্ড ট্রাম্প এবং মেলেনিয়ে ট্রাম্প। দুপুর ১ টা ১৫ মিনিট নাগাদ ট্রাম্প পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। এদিন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে। সেখান থেকে দুপুর সাড়ে ৩টেয় আগ্রার উদ্দেশ্যে রওনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর বিকেল ৫টায় তাজমহল যাবেন তিনি। সেখান থেকে বিকেল ৫টার দিকে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন তাঁরা। সন্ধ্যে ৭টায় নৈশভোজে মার্কিন প্রেসিডেন্টকে আপ্যায়ন জানাবন মোদী। এরপর ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক ভাবে অবিবাদন জানানো হবে ডোনাল্ড ট্রাম্পকে। তারপরেই রাজঘাটে যাবেন তাঁরা। সকাল ১১ টায় নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে শীর্ষ বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী ও ট্রাম্প। সেখানেই মধ্যাহ্নভোজ সেরে বিকেলে ভারতীয় শিল্পপতীদের সঙ্গে একটি পাঁচ তারা হোটেলে মিলিত হবেন ট্রাম্প। অবশেষে রাত্রী ১০ টার দিকে আমেরিকার উদ্দেশ্যে উড়ে যাবেন সস্ত্রীক ট্রাম্প। তবে ট্রাম্পের এই ভারত সফরে সবচেয়ে বেশি আগ্রহী ভারতীয় শিল্পমহল। কিন্তু বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ভারত সম্পর্কে যে মন্তব্য করলেন তাতে শুধু ভারতীয় শিল্পমহলই নিরাশ হবে তাই নয়, বরং অস্বস্তি বাড়বে সাউথ ব্লকেরও। এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাণিজ্যের ব্যপারে ভারত আমেরিকার সাথে ভালো ব্যবহার করে না। মার্কিন পণ্যের ওপর ভারত অতিরিক্ত শুল্ক চাপায় বলে এর আগেও অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। ভারত সফরে আসার মাত্র বিন কয়েক আগেই সেই প্রসঙ্গ উস্কে দিয়ে ফের মোদি সরকারের জন্য অস্বস্তি বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Latest posts by news_time (see all)
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023
- শ্রীলঙ্কার এক ব্যক্তিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী - March 25, 2023