দুই পুলিশকর্মীর বিয়ের আসর বসলো থানায়

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।

থানাতেই বিয়ের আসর। জাকজমক করে বিয়ের অনুষ্ঠান চলছে থানাতেই। ফলে আলোর রোশনাইয়ে সেজে উঠলো থানা। বরকনে দুজনেই সিভিক ভলেন্টিয়ার। তাই তাদের বিয়ের আয়োজন হলো থানাতেই।  দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার ঘটনা।বৃহস্পতিবার সকাল থেকেই মথুরাপুর থানায় সাজো সাজো রব ছিল। কারন থানার দুই সিভিক ভলেন্টিয়ার রানু জানা ও স্বরুপ প্রামানিকের চার হাত এক হলো থানাতেই।

 মথুরাপুর থানার তালপুকুরের বাসিন্দা স্বরূপ প্রামানিক একজন সিভিক ভলেন্টিয়ার। সম্প্রতি তাঁর স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। অন্যদিকে আরেক সিভিক ভলেন্টিয়ার রানু জানা দেবীপুর এলাকার বাসিন্দা। তার স্বামী একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন এই থানাতেই। সম্প্রতি তার ও মৃত্যু হয়। এরপরেই স্বামীর জায়গায় সিভিক ভলেন্টিয়ার এর চাকুরীতে যোগদান করেন রানু জানা।

বর ও কনে দুজনেই মথুরাপুর থানাতেই কর্মরত। এরই মাঝে স্বরুপ প্রামাণিক ও রানু জানা একে অপরের প্রেমে পড়ে যায়। আর এই ঘটনা জনসমক্ষে এলে  দুজনের সম্মতিতে মথুরাপুর থানায় তাদের বিয়ের আয়োজন করা হয়।  মথুরাপুর থানার এস আই অনুপ মজুমদারের উদ্যোগে বৃহস্পতিবার থানাতেই রানু ও স্বরুপের বিবাহ সম্পূর্ণ হয়। থানার দুই পুলিশকর্মীর বিয়েতে এলাহি আয়োজন করা হয় মথুরাপুর থানার পক্ষ থেকে । আলোর রোশনাই সেজে ওঠে গোটা থানা। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য করা হয় ভুরিভোজের আয়োজন। থানার মধ্যেই দুই পুলিশকর্মীর বিয়েতে অভিনব ঘটনার সাক্ষী থাকল মথুরাপুর থানা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube