
ভুমিকম্পনের ফলে বিধ্বস্ত সিরিয়া এবং তুরস্ক । মৃত্যুর খবর আসছে একের পর এক । মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে ভিন দেশের । সুত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত ভুমিকম্পে মৃতের সংখ্যা ৪৩০০ জন । তবে সময়ের সাথে সাথে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ।
আর তুরস্কের এই দুঃসময়ে অনেক দেশই সাহায্যের হাত বাড়িয়েছে , এবার সাহায্যের হাত বাড়াল ভারতও । ভূমিকম্পের পরবর্তী সময়ে যখন মৃত্যু সংবাদ আসছে, নিখোঁজ হচ্ছেন মানুষজন তখনই জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয় কেন্দ্রের তরফে । ত্রাণ, খাবার, জল, ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী সাথে অত্যাধুনিক সরঞ্জাম সাথে নিয়ে ভারতীয় এনডিআরএফ-এর বিশেষ বাহিনীকে পাঠানো হয় উদ্ধারকার্যের জন্য ।
Latest posts by Priyanka Banerjee (see all)
- ‘সাহায্য তো দূরের কথা, কোনও অনৈতিক কাজ করতে পারব না’ বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় - March 23, 2023
- বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ, অভিযোগ জওয়ানের বিরুদ্ধে - March 23, 2023
- পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর - March 23, 2023