দীর্ঘ অসুস্থতার পর চলে গেলেন পি কে বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত হলেন প্রখ্যাত প্রাক্তন ফুটবলার ও কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় তথা পি কে বন্দ্যোপাধ্যায়  শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

গত ৩ মার্চ অত্যন্ত সংকটজনক অবস্থায় বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় বর্ষীয়ান প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই তাঁর মৃত্যু হয় ।  ফুসফুসে সংক্রমণ-সহ বার্ধক্যজনিত একাধিক সমস্যা দেখা দেয়।

শুরু থেকেই তাঁর শারীরিক অবস্থা ছিল সঙ্কটজনক , তাই তাঁকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চালু করা হয়। সাথে চলে  ডায়ালিসিসও। শেষে তাঁর শরীরে মাল্টি অর্গ্যান ফেইলিওর জনিত জটিল সমস্যা দেখা দেয়।

 জাতীয় দলের হয়ে দুরন্ত খেলার সুবাদে ভারতীয় ফুটবলের কিংবদন্তীতে পরিণত হন পি কে। ১৯৫৫ সালে ঢাকায় চারদেশীয় টুর্নামেন্টে ভারতের জার্সিতে প্রথমবার আত্মপ্রকাশ করেন তিনি। দীর্ঘ ১২ বছর জাতীয় দলের হয়ে চুটিয়ে ফুটবল খেলেন ও  ভারতের হয়ে অংশ নিয়েছেন ১৯৫৬ মেলবোর্ন ও ১৯৬০ রোম অলিম্পিকে।

১৯৩৬ সালের ২৩ জুন জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন পিকে বন্দ্যোপাধ্যায়।  ছোট থেকেই ফুটবলের প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা ।১৯৬১ সালে অর্জুন পুরস্কারে ভূষিত হন এই ফুটবলার তথা কোচ। ১৯৯০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্সের বিচারে বিংশ শতকের সেরা ভারতীয় ফুটবলার নির্বাচিত হন পিকে। ২০০৪ সালে ফিফা তাদের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ মেরিট প্রদান করে প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে। তিনিই এশিয়ার একমাত্র ফুটবলার, যাঁকে ইন্টারন্যাশনাল ফেয়ার প্লে পুরস্কার প্রদান করে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। এই ঘটনায় শোকস্তব্ধ  গোটা ক্রীড়াজগৎ

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube