
নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি অস্কারের মঞ্চে ভারতকে গৌরবান্বিত করেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। আরআরআর সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের শিরোপা পেয়েছে অস্কারের মঞ্চে। অস্কারের পুরস্কার প্রদানের মঞ্চে বিশ্ববাসীর সামনে সেই গানের পরিচিতি করিয়েছেন দীপিকা। অনুষ্ঠানে তিনি পরেছিলেন ‘লুই ভিতো’র কালো রঙের একটি অফ শোল্ডার গাউন। সঙ্গে পরেছিলেন হিরের নেকলেস। অনুষ্ঠানে যাওয়ার আগে চিরাচরিতভাবে ফটোশ্যুট করেছেন অভিনেত্রী। আর সেই ছবিতেই দেখা গিয়েছে দীপিকার নতুন ট্যাটু।
অভিনেত্রীর ঘাড়ে, ঠিক কানের নীচে দেখা গিয়েছে, লেখা রয়েছে ‘82°E’ । এই ট্যাটুর অর্থ হল ‘এইট্টিটু ডিগ্রি ইস্ট’। এই ট্যাটু আসলে দীপিকার নিজের ব্র্যান্ডের নাম। এই ব্র্যান্ডটি মূলত স্কিন কেয়ারের। তাই নিজের ব্র্যান্ডের নাম দীপিকা তাঁর শরীরে লিখিয়েছেন। অস্কারের মঞ্চে কালো গাউন ও হিরের গয়নার সৌন্দর্য যেন আরও বাড়িয়েছে এই ট্যাটুটি।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023