
নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের সুখবর। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষনা করা হল। তবে শুধুমাত্র কর্মরতরাই নন, পেনশনভোগীরাও এই বর্ধিত বেতন কাঠামোর আওতাভুক্ত হবেন।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে কিছু শতাংশ ডিএ বাকি ছিল তা তাঁরা চলতি বর্ষে জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই পাবেন বলে জানানো হয়েছিল কেন্দ্রিয় সরকারের তরফে। বাকি থাকা সেই ডিএ চলতি মাসেই দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে নুন্যতম ৪ শতাংশ ডিএ ঘোষণা করার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এক লাফে ১৭ শতাংশ থেকে ২১ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। যারা পেনশেন পান তাঁরাও এই বর্ধিত ডিএ’র সুবিধা পাবেন। মনে করা হচ্ছে ৪ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষনা করার ফলে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। বছরে দু’বার করে কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ায় কেন্দ্রীয় সরকার। এবারেও বছরের শুরুতে প্রথম ডিএ ঘোষনা করল মোদী সরকার। প্রসঙ্গত, গত বছর দীপাবলিতে কর্মীদের বিশেষ উপহার দিতে গিয়ে ৫ শতাংশ ডিএ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। এর ফলে মহার্ঘ ভাতা ১২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছিল ১৭ শতাংশে। এবার ৪ শতাংশ ডিএ বাড়ানোর ফলে ডিএ’র পরিমাণ বেড়ে দাঁড়াবে ২১ শতাংশ।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023