‘দিল বেচারা’ দেখানো হোক প্রেক্ষাগৃহে, প্রিয় অভিনেতা কে শেষ শ্রদ্ধা এভাবেই দেওয়ার আশায় ভক্তকুল

নিউজটাইম ওয়েবডেস্ক : অবসাদে জীবন শেষ না করে,বাঁচতে হবে লড়াই করে। সুশান্তের অভিনীত ছবি ছিছোড়েতে প্রতি মুহূর্তে বেঁচে থাকার গান। ছবিতে আত্মহত্যার বিরুদ্ধে বারবার কত সংলাপ বলেছেন অভিনেতা। কিন্তু সেসব রুপোলি পর্দায় ৷ বাস্তবায়িত করতে পারেন নি তা। কঠিনের আঘাতে সব সংলাপ ভুলে গেলেন অভিনেতা। তিনি এখন অজানা ঠিকানায়।

ফিল্মের কেরিয়ারে মাত্র ১১টা ছবি করেই চলে গেলেন সুশান্ত ৷ এখনও মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত ১২ নম্বর ছবি ‘দিল বেচারা’৷ জনপ্রিয় উপন্যাস ও  হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’-এর হিন্দি রিমেকে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ৷ সুশান্তের বিপরীতে রয়েছেন নতুন নায়িকা সঞ্জনা সাংভি ৷ পরিচালক মুকেশ ছাবড়া এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন ৷ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত মে মাসের ৮ তারিখ ৷ তবে লকডাউনের কারণে ছবির মুক্তি এখন কবে হবে, তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে ৷

ছবিটির জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ফ্যানরা ৷ বলা যেতে পারে গোটা দেশই ৷ সুশান্তের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশই ৷ সবার মুখেই একটাই প্রশ্ন… কেন এমনটা করলেন সুশান্ত ? শোনা যাচ্ছিল, সিনেমাটা হয়তো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ৷ লকডাউনের বাজারে ওটিটি প্ল্যাটফর্মগুলিই এখন ফিল্ম নির্মাতাদের ভরসা ৷ কারণ কবে আবার সিনেমা হলগুলি চালু হবে, তা কেউই জানে না এখন ৷ কিন্তু সুশান্তের ফ্যানরা কিন্তু তাঁর শেষ ছবি হলেই দেখতে চান ৷ ওটিটি প্ল্যাটফর্মের বদলে সিনেমা হলেই সুশান্তের অভিনয় করা শেষ ছবি রিলিজ করুক ৷ সেটাই চান তাঁরা ৷ ট্যুইটারে #DilBecharaOnBigScreen হ্যাশট্যাগও এখন ট্রেন্ডিং ৷ সুশান্তের শেষ ছবি থিয়েটারে গিয়ে দেখতে চান ফ্যানরা ৷ তা ট্যুইট করেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানও ৷

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube