
নিউজটাইম ওয়েবডেস্ক : ছন্দে ফিরছে দিল্লি, বলা যেতে স্বাভাবিক জীবনে ফিরছে দিল্লি। ঠিক এইরকম পরিস্থিতিতে সক্রিয় ভূমিকায় দিল্লি পুলিশ। হিংসায় জড়িত হিসাবে এক হাজার জনকে চিহ্ণিত করা হয়েছে । সক্রিয় মদত দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরদ্ধে।
এছাড়া ও হিংসা ছড়ানোর ক্ষেত্রে এক সংগঠনের ভূমিকা উঠেছে। নাম ‘পিঞ্জরা তোর’। অভিযোগ, ধর্মীয় ও রাজনৈতিক দিক দিয়ে এরা বিভিন্ন ভাবে উস্কনি দিয়েছে। আরও সংগঠন থাকলেও এই সংগঠন প্রধান নজরে আসে। হোয়াটস্যাপ,টুইট্যারের মাধ্যমে তারা উস্কানি মুলক বার্তা পাঠানোয় হিংসার পরিমাণ বেড়েছে বলে মনে করা হচ্ছে। নজরে রাখা হয়েছে সংস্থা টিকে। এস ই ডি ক্রাইমের প্রধান গোয়েন্দা জানান এবার তারা সোশ্যাল মিডিয়াতে নজরদারি শুরু করবেন। আগে তৎপরতার অভাব ছিল দিল্লি পুলিশের তার ফলে খাোঁজ মেলেনি শাহরুখ কিংবা তাহির হুসেনের। কিন্তু এই হাজার জনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। শনিবার সকাল থেকেই খুলেছে দোকান,বাজার। আতঙ্ক কাটিয়ে মানুষ রাস্তায়। পথে ছোট শিশুরা ক্রিকেট খেলছে ঠিক আর পাঁচটা দিনের মত। হিংসার ছবি চারিদিকে ছড়িয়ে থাকলে ও জীবনের ছবির হদিশ ও মিলছে। তবে আধাসেনা পুলিশের টহল চলছে। খাজুরীখাসের পাশাপাশি উপদ্রত এলাকা মৌজপুর,গোকুলপুরী,শিববিহার, চাঁদবাগের ছবিটা অনেকটাই আলাদা। ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে দিল্লি। স্বাভাবিক জীবন যাপনে খুশি কচি থেকে কাঁচা সকলেই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022