
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি যাত্রা আটকাতে মরিয়া অনুব্রত মণ্ডল। কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত।আসানসোল আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করছে অনুব্রত মণ্ডল।বিচারপতি বিবেক চৌধুরী বেঞ্চে তিনটে নাগাদ শুনানির সম্ভাবনা রয়েছে।অনুব্রত মণ্ডল হয়ে সওয়াল করতে পারেন কপিল সিব্বল।
প্রসঙ্গত গরু পাচার মামলায় ৩ মাস আগে আসানসোল জেলে অনুব্রতকে জিজ্ঞাসাবাদের পরে শোন অ্যারেস্ট করে সিবিআই। সেই তখন থেকেই জল্পনা শুরু হয়, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের মতো তাঁকেও নিয়ে যাওয়া হবে দিল্লি। সেই চেষ্টাও করে সিবিআই, যদিও আইনি মারপ্যাচে ইডির পরিকল্পনা সফল হয়নি। রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডির করা মামলার বিরুদ্ধে, দিল্লি হাইকোর্টে উপস্থিত হয়েছিল অনুব্রত মণ্ডল। সেই যাত্রায় স্থগিত হয় অনুব্রতর দিল্লি যাত্রা। কিন্তু গতকাল রাউজ অ্যাভিনিউ আদালত থেকে মেইল মারফৎ সমন পাঠানো হয়। সেই সমন পেয়েই সিবিআই আদালত কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেয়।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023