
নিউজটাইম ওয়েবডেস্ক : মনে করাই হয়েছিল আনলক ৩-শুরু হলেও এখনও কোভিড হটস্পট শহরগুলি থেকে বিমান আসতে দিতে চায় না রাজ্য সরকার। সেই অনুযায়ী ছয়টি শহর থেকে কলকাতায় বিমান পরিষেবা বন্ধ থাকবে ১৫ অগস্ট অবধি।
এই ছয়টি শহর হল দিল্লি, মুম্বই, পুনে, আমদাবাদ, চেন্নাই ও নাগপুর। প্রসঙ্গত অসামরিক বিমান পরিবহণ দফতরের সচিবকে লেখা চিঠিতে যে সব শহরগুলিকে কোভিড আক্রান্ত বলে চিহ্নিত করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তাদের থেকে পশ্চিমবঙ্গ তথা কলকাতার হাল খুব একটা ভালো নয়। অন্যদিকে নয়া হটস্পট হিসাবে উঠে আসছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ইত্যাদি। এসব রাজ্য থেকে বিমান চলাচলে অচিরেই নিষেধাজ্ঞা বসে কিনা এখন সেটিই দেখার। পশ্চিমবঙ্গে কেসের সংখ্যা দ্রুত বাড়ছে বলে রাজ্যে প্রতি সপ্তাহে দুই দিন করে লকডাউন ঘোষণা করা হয়েছে অগস্ট মাসের শেষ অবধি। যদিও এই দিন অনেকবার বদল হওয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯,৯০০। গত ২৪ ঘণ্টায় ৪৬ জন সহ মোট মারা গিয়েছেন ১৫৩৬ জন। করোনায় রাজ্যে মোট আক্রান্ত ৬৫২৫৮জন। স্বভাবতই সতর্ক ভাবে পা ফেলতে চাইছে রাজ্য সরকার।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022