
নিউজটাইম ওয়েবডেস্ক : ফলাফল কি হলো দেখা যাক
– পটপর্বনগঞ্জে জোর লড়াই। বিজেপির রবীন্দ্র সিং নেগির থেকে পিছিয়ে পড়লেন আপ প্রার্থী তথা বিদায়ী উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। – মালভিয়া নগরে বিজেপির শৈলেন্দ্র সিঙের থেকে অনেক এগিয়ে আপের সোমনাথ ভারতী। – চাঁদনী চকে ১২,০০০ ভোটে পিছিয়ে অলকা লাম্বা। এগিয়ে আপের প্রহ্লাদ সিং সাহানি। মডেল টাউনে চলছে জোর টক্কর। বিদায়ী বিধায়ক আপের অখিলেশ পতি ত্রিপাঠীকে পেছনে ফেলে এগিয়ে গেলেন বিজেপির কপিল শর্মা। – গ্রেটার কৈলাশ বিধানসভা থেকে ১৫০৫ ভোটে এগিয়ে আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ। – লক্ষ্মীনগরে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির অভয় বর্মার এবং আপের নিতিন ত্যাগির। – ইভিএম কারচুপি নিয়ে বিতর্ক উসকে দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। ‘চিপ রয়েছে যে মেশিনে, তা দিয়ে কারচুপি হবে না এমনটা নয়। আর দুনিয়ার কোনও উন্নত দেশ ইভিএম কেন ব্যবহার করে না?’ – সাম্প্রতিক ট্রেন্ডে ৫১টি আসনে এগিয়ে আপ। বিজেপি এগিয়ে ১৯টি আসনে। – আগেই হার স্বীকার কংগ্রেসেরবিকাশ পুরীতে কংগ্রেসের প্রার্থী মুকেশ শর্মা চূড়ান্ত ফলপ্রকাশের আগেই হার স্বীকার করে নিয়ে বললেন, ‘আমি হার স্বীকার করে নিচ্ছি আর বিকাশ পুরীর ভোটারদের অভিনন্দন জানাচ্ছি। এলাকার উন্নয়নে আমি কাজ চালিয়ে যাব।’ – দূষণ রুখতে সতর্ক অরবিন্দ কেজরিওয়াল। বিজয়োত্সবে বাজি না-ফাটানোর নির্দেশ দলীয় সমর্থকদের। -‘আমরা নির্বাচনে কঠোর পরিশ্রম করেছি। আশা করছি, ভালো সংখ্যক আসন পাব।’ বললেন দিল্লি কংগ্রেসের প্রধান সুভাষ চোপড়া। -‘চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করুন। বিপুল আসনে জিতছি আমরা।’ বললেন আপের সঞ্জয় সিং। – সকাল ৯টার ট্রেন্ড: এখনও অনেক এগিয়ে আপ
৭০টি বিধানসভা আসনের মধ্যে ৫৩টিতেই এগিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি এগিয়ে ১৬টি আসনে। কংগ্রেস এগিয়ে একটি আসনে। – ৫৪টি আসনে এগিয়ে আপ, বিজেপি এগিয়ে ১৪টি আসনে। -পটপরগঞ্জের প্রার্থী দিল্লির উপ মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া ও বিজেপি প্রার্থী রবি নেগি অক্ষরধাম গণনাকেন্দ্রে। মডেল টাউন থেকে এগিয়ে আপ বিধায়ক অখিলেশ ত্রিপাঠি। অনেকটাই পিছিয়ে বিজেপি প্রার্থী কপিল মিশ্র। – ৮.৩০টার ট্রেন্ড – ৪০ আসনে এগিয়ে আপ, বিজেপি এগিয়ে ১৩ আসনে। – আম আদমি পার্টির অতিশী এবং রাঘব চাড্ডা দুজনেই যথাক্রমে কালকাজি এবং রাজিন্দর নগর থেকে এগিয়ে। – নয়াদিল্লি কেন্দ্র থেকে এগিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিপক্ষে বিজেপি প্রার্থী সুনীল যাদব। – ফলাফলের দিন সেজে উঠেছে দিল্লিতে আম আদমি পার্টির সদর দফতর।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022