দিল্লি নিয়ে রাষ্ট্রপতির কাছে কংগ্রেস! কেন্দ্রের বিরুদ্ধে সরব সনিয়া গান্ধী

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার দিল্লির হিংসা নিয়ে আপ-কে তোপ দাগল কংগ্রেস। দিল্লির পরিস্থিতি নিয়ে আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসে এক প্রতিনিধি দল। সেখানে

দিল্লির ঘটনা নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দেয় কংগ্রেস।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে কংগ্রেস নেত্রী সনিয়া বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে ও অশান্তি ঠেকাতে কোনও পদক্ষেপ নেওয়ার বদলে কেন্দ্র ও নব নির্বাচিত আম আদমি পার্টি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই সময়ে পরিকল্পনামাফিক ভাবে হিংসা ছড়ানো হয়েছে দিল্লির উত্তর-পূর্ব অঞ্চলে। মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। লুঠপাট চালানো হয়েছে।’

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনমোহন সিং বলেন, ‘আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁকে বলি যে তিনি যাতে এই বিষয়ে কেন্দ্রকে পরামর্শ দেন। দিল্লিতে গত চার দিনে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং জাতীয় লজ্জার বিষয়। এতে কমপক্ষে ৩৪ জন মারা গিয়েছে এবং কংপক্ষে ২০০ জন জখম হয়েছে। এটি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রতিচ্ছবি।’
গত তিন দিনের হিংসায় এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে অশান্ত এলাকায় খবর সংগ্রহে গিয়ে বিক্ষোভকারীদের রোষের সামনে পড়েছেন সাংবাদিকরাও। জানা যায় মঙ্গলবার এক সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। জখম অবস্থায় পরে সেই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube