দিল্লির সংঘর্ষের ফলশ্রুতি এবার মেঘালয়ে

নিউজটাইম ওয়েবডেস্ক : সিএএ ও এন আর সি নিয়ে দিল্লির অশান্তির মধ্যেই হিংসার চিহ্ণ এবার দেশের উত্তর-পূর্বে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এবার উত্তপ্ত হয়ে উঠল মেঘালয়। সিএএ ও ইনার লাইন পারমিট কে কেন্দ্র করে খাসি ছাত্র সংগঠন ও অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। ক্ষতি হয়েছে বহু দোকান-বাড়ির। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি হয়েছে শিলঙে। ইন্টারনেট বন্ধ করা হয়েছে রাজ্যের আরও ছ’ জেলায়।

টুইটে মেঘালয় পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে খাসি ছাত্র সংগঠন, কে এস ইউ-এর বৈঠকের পরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর সদস্যদের সঙ্গে অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে ভাঙচুর চালানো হয় বেশ কিছু গাড়িতে। একটি খড়ে গাদায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষেই নিহত হন এক কে এস ইউ সদস্য।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আহত হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড শর্মা। শান্তি বজায় রাখতে আবেদন করে টুইট করেছেন রাজ্যপাল তথাগত রায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube