বিধি নিষেধ না মেনে ধর্মীয় স্থানে জমায়েত, আক্রান্ত ২৪, মৃত ১০

নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির ধর্মীয় অনুষ্ঠানে ‌যোগ দিতে গিয়ে করোনা সংক্রমণে মৃত ১০, আক্রান্ত আরও ২৪। এঁরা সকলেই দিল্লির নিজামুদ্দিনে একটি ধর্মীয় অনুষ্ঠানে ‌যোগ দেন।  ১৩ থেকে ১৫ই মার্চ চলে এই অনুষ্ঠান। তেলেঙ্গানার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, এই অনুষ্ঠানে দেশের প্রায় ২০ টি রাজ্য তেকে মানুষ ‌যোগ দিয়েছিলেন। এছাড়াও ছিলেন বহু মধ্য এশিয় নাগরিক।

তেলেঙ্গানা সরকারের তরফ থেকে ঐ ধর্মীয় অনুষ্ঠানে ‌যোগ দেওয়া সমস্ত মানুষকে সরকারের সাথে ‌যোগা‌যোগ করতে বলা হয়েছে। তাঁদের বিনা মুল্যে পরীক্ষা ও চিকিৎসা করা হবে বলেও জানায় তেলেঙ্গানা প্রশআসন। তবে এই অনুষ্ঠানে ‌যোগদানকারী সকল মানুষই এসেছিলেন নানান রাজ্য থেকে। ফলে এঁদের নিয়ে আশঙ্কায় আছে অন্য রাজ্য গুলিও। এই জমায়েতের প্রথম হদিশ পাওয়া ‌যায় কাশ্মীরে এক বৃদ্ধের মৃত্যুর থেকে। তাঁর সংক্রমণের কারণ খুঁজতে গিয়ে জানা ‌যায় এই ব্যক্তি এই ধর্মীয় অনুষ্ঠানে ‌যোগ দেন।

মৃত ৬ জনের মধ্যে ২ জন ভর্তি ছিলেন গান্ধী হাসপাতালে। অন্যদিকে দিল্লি প্রশাসন জানায়  ঐ অনুষ্ঠানে উপস্থিত আরও ২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট উপস্থিত মানুষের সংখ্যা প্রায় ২৫০০, এর মধ্যে ৩৩৪ জনকে হাসপাতাল ও ৭০০ জনকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি সরকারের পক্ষ থেকে।  এবং অন্যান্য সমস্ত রাজ্য গুলিকে খপবর দিয়েছে দিল্লি সরকার। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube