
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
বাড়তি দায়িত্ব নিয়েই দিল্লি দরবারে দাদার ক্যামব্যাক। আরও বৃহত্তর ভূমিকায় দিল্লি দলের সঙ্গে যুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট হলেন প্রিন্স অফ ক্যালকাটা । শুধু আইপিএলে দিল্লি ক্যাপিটালস নয়, সৌরভ যুক্ত থাকবেন মহিলা আইপিএলে দিল্লি দল, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ক্যাপিটালস, আন্তজার্তিক টি টোয়েন্টি লিগে, দুবাই ক্যাপিটালসের সঙ্গে। যশ ধুল, সরফরাজ খানদের নিয়ে কাজ শুরু করে দিয়েছিলেন আগেই, বৃহস্পতিবার হল সরকারি ঘোষণা।। লক্ষ্মীবারের সকালে বিবৃতি দিয়ে দলের নতুন ডিরেক্টর অফ ক্রিকেটের নাম ঘোষণা করল দিল্লি ফ্রাঞ্চাইজি। মহারাজকে স্বাগত জানিয়ে টুইট করেছেন দলের কর্ণধার পার্থ জিন্দল। ২০১৯ সালেও দিল্লি দলের মেন্টর ছিলেন দাদা। সেবার দল প্লে অফে জায়গা করে নিয়েছিল। আইপিএলের ডাগ আউটে ফের দাদাগিগি দেখার অপেক্ষা । জল্পনা মতোই ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হলেন ডেভিড ওয়ার্নার। বেশ কয়েক মরসুম ধরেই দিল্লি দলে খেলছেন অজি এই ওপেনার। দলের নাড়ি নক্ষত্র তার হাতের তালুর মতোই জানা। তাই ওয়ার্নারের হাতেই নেতৃত্বের ভার তুলে দিল দিল্লি টিম ম্যানেজমেন্ট। তার ডেপুটি করা হয়েছে তাক্ষর প্যাটেলকে। বৃহস্পতিবার দিল্লি ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে নতুন অধিনায়ক এবং সহ অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023