নিউজটাইম ওয়েবডেস্ক :
দীর্ঘ টাল বাহানার পর রাজ্য ছেড়ে রাজধানী শহরে কেষ্ট। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার চেহারা একেবারে বদলে গিয়েছে। গতকালও শক্তিগড়ে সকালের জল খাবার খাওয়ার সময় তাঁকে ঝাঁঝালো মেজাজে দেখা গিয়েছিল। কিন্তু দিল্লি পৌঁছে প্রথম রাতেই তাঁর চেহারায় বদল। এবার খানিক অসহায় যেন তিনি। গতকাল রাতে রাকেশ সিংহের বেঞ্চে অনুব্রতর ভার্চুয়াল শুনানি হয়। ১০ মার্চ পর্যন্ত তাঁকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়।
গতকাল কাটিয়েছেন
ইডির সদর দফতরে। দু চখের পাতা এক করেননি কেষ্ট। প্রথম রাত কেটেছে অনিদ্রায়। সূত্রের
খবর তাঁর নাকি মন খারাপ। পশ্চিমবঙ্গের জেলে থাকলেও এতদিন তাঁর মনে খানিক জোর ছিল, রাজ্যে
মুখ্যমন্ত্রী ছিলেন, অনুগামীরা ছিলেন। কিন্তু ভিন রাজ্যে তিনি একা। রাজ্য থেকে ভৌগলিক
দূরত্ব তাঁর মনে একরাশ দুশ্চিন্তার জন্ম দিচ্ছে যেন। আজ ইডির জেরার সম্মুখীন হতে হবে
তাঁকে। এতদিন তিনি তদন্তে অসহযোগিতা এনেছিলেন এমনটাই অভিযোগ। এখন তিনি মুখ খোলেন কিনা
সেইটাই দেখার।