
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা। আজ অনুব্রতর মুখোমুখি বসিয়ে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকে জেরা করার কথা ছিল ইডির। সকাল ১১টার মধ্যে হাজিরে দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু সুকন্যা তাঁর আইনজীবী মারফত ইডিকে কে জানিয়েছেন তিনি ‘ব্যক্তিগত’ কারণে আজ হাজিরা দিতে পারবেন না।
গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল বর্তমানে দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন।পশ্চিমবঙ্গে অনুব্রতকে জেরা করে ইডি অভিযোগ তুলেছিল, তিনি জেরায় সহযোগিতা করছেন না।তাই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। যদিও দিল্লি গিয়েও অনুব্রতর উত্তরে তেমন বদল আসেনি। তিনি জেরায় নানা বিষয় অস্বীকার করছেন বলে অভিযোগ। তাই গরু পাচার মামলায় যারা বয়ান দিয়েছেন, তাঁদের অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন ইডি।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023