‘দিল্লিতেই থাকুন’- পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে কেজরিওয়াল

TOPSHOT - Migrant workers and their family members lineup outsdie the Anand Vihar bus terminal to leave for their villages during a government-imposed nationwide lockdown as a preventive measure against the COVID-19 coronavirus in New Delhi on March 28, 2020. - Tens of thousands of migrant workers and their famiies on March 28 fought and shoved their way onto buses organised by India's most populous state to get them to their home towns amid the coronavirus pandemic. (Photo by Bhuvan BAGGA / AFP)

নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি থেকে নিজেদের রাজ্যে ফেরার জন্য আনন্দ বিহার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ।এই নিয়ে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে শুরু হয়েছে  চাপা অশান্তি।বিজেপির দাবি, আনন্দ বিহার থেকে উত্তরপ্রদেশ যাওয়ার বাস মিলবে, এই গুজব রটিয়ে শ্রমিকদের সেখানে আনা হয়েছে। অন্য দিকে মনীশ সিসোধিয়া বলেছেন,এই কঠিন সময়ে  নোংরা রাজনীতি করছে বিজেপি। এবার পরিস্থিতি সামলাতে টুইটারে বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল়। হিন্দিতে কেজরিওয়াল বহিরাগত শ্রমিকদের বলেন কোথাও না যেতে, যেখানে আছেন, সেখানেই থাকতে, পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত আছে।

প্রধানমন্ত্রী আগে ভিনরাজ্যের শ্রমিকদের বলেছিলেন যে তাঁরা যেন এই পরিস্থিতিতে কোথাও না যান। কেজরিওয়াল আর ও বলেন যে যদি কোনও শ্রমিকের করোনাভাইরাস পজিটিভ থাকে, তাহলে তাঁর সঙ্গে গ্রামে সেই ভাইরাস চলে যাবে। ভারতের প্রান্তে প্রান্তে গ্রামে যদি করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তাই দিল্লিতে থাকার জন্য অনুরোধ করেন তিনি।

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৪৫,দিল্লিতে ৩৯জনে শরীরে করোনাভাইরাসের চিহ্ন মিলেছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube