
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা গতকাল রাজ্যে একলাফে বেড়েছে ১৫জন । যার জেড়ে আতঙ্কিত কলকাতাবাসী ও। তারই মাঝে শনিবার সকালে দেখা গেল দক্ষিণ কলকাতার চেতলার সিআইটি মার্কেটে। শনিবার সাতসকালেই এই সিআইটি মার্কেটের হাজির অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।
সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই, তাঁর অনুগামী হিসাবে বাজার পরিদর্শনে বেড়িয়ে পড়লেন অভিনেত্রী। তাঁর আকস্মিক আগমণে জনসাধারণ কিছুটা অবাক। বাজারে এসে দূরত্ব বজায় রাখা হচ্ছে নাকি তা খতিয়ে় দেখেন সাংসদ- অভিনেত্রী। সবজি বিক্রেতা থেকে শুরু করে মাংস বিক্রেতা প্রত্যেকটি দোকানেই তখন ক্রেতাদের ভিড়। বেশিরভাগ দোকানেই সোশ্যাল ডিসটেন্স বজায়় রাখা হচ্ছে না। তা দেখেই অভিনেত্রী স্বয়ং ক্রেতাদের সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখার আর্জি জানালেন।
Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023