‘দিদিকে বলো’-র পর এবার ‘বিজেপিকে বলো’, পুরভোটের আগে বড়সড় ঘোষনা বিজেপির

BJP state president Dilip Ghosh addressing at the IPS officer protest manch in Kolkata on Friday. Express Photo by Partha Paul. 15.03.2019.

নিউজটাইম ওয়েবডেস্ক : ‘দিদিকে বলো’-র পর এবার আসতে চলেছে ‘বিজেপিকে বলো’। পুরোসভা ভোটে বড়সড় ধাক্কার পর সাধারন মানুষের অভাব অভি‌যোগ জানতে তৃণমূল শুরু করেছিল ‘দিদিকে বলো’ কর্মসূচি, এবার ঠিক সেপথে হেঁটেই একটি টোল ফ্রি নম্বর চালু করতে চলেছে রাজ্য বিজেপি। ‌যদিও এখনও সেই নম্বরটি ঘোষনা করা হয়নি সরকারের তরফে।   

এদিন পুরভোটের প্রস্তুতি বৈঠকে এই টোল ফ্রি নম্বর আনার সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপির তরফে। কিন্তু হঠাৎ কেন এই টোল ফ্রি নম্বর? এবিষয়ে রাজ্য বিজেপির তরফে জানানো হয়, পুরসভার কাজকর্ম,দুর্নীতি, পরিষেবার অভাব ইত্যাদি ওই নম্বরে  জানাতে পারবেন সাধারণ মানুষ। এতে ইতিবাচক সাড়া পাওয়া ‌যাবে বলে আশা কর‌ছে রাজ্য বিজেপি।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube