
।। অনিমেষ প্রামাণিক ।।
পশ্চিমবঙ্গে শুধুমাত্র দিঘায় মৎস্যজীবীদের সঙ্গে ‘মন কি বাত’-এ কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সারা ভারতবর্ষে ১২টি রাজ্যের মন কি বাত অনুষ্ঠানে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আগামী ২৬ শে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এই কর্মসূচি সকাল সাড়ে দশটার সময় ঠিক করা হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘায় মৎসজীবীদের সাথে সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্মসূচি ঘোষণা হতেই উৎফুল্ল বিজেপি নেতৃত্ব, কর্মী সমর্থক থেকে সৈকত নগরী দিঘায় মৎস্যজীবী থেকে পরিবারের সদস্যরা।
সূএ মারফত জানা গেছে, আগামীকাল ২৬ শে মার্চ ( রবিবার) পূর্ব মেদিনীপুর জেলার ওল্ড দিঘায় ‘মন কি বাত’ অনুষ্ঠানে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মৎস্যজীবীদের একাধিক সমস্যা কথা শুনবেন প্রধানমন্ত্রী ।
কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি অসীম মিশ্র বলেন ” আমরা অত্যন্ত গর্বিত। প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের একমাত্র সৈকত নগরীর দিঘায় মৎস্যজীবীদের সাথে সুবিধা অসুবিধা কথা শুনবেন। ভার্চুয়াল মাধ্যমে মৎস্যজীবীদের সঙ্গে মিলিত হবেন। তাদের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন “।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023