
নিউজটাইম ওয়েবডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করে তুলতে জেলায় জেলায় বৈঠকে সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম।রবিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন জেলা কমিটির সদস্য নেতৃত্বদের নিয়ে বৈঠকে সেলিম।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হযয়ে মহম্মদ সেলিম জানান রাজ্যজুড়ে আবাস যোজনা দুর্নীতি, ১০০ দিনের কাজের টাকায় দুর্নীতি সহ একাধিক অভিযোগ নিয়ে বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে গ্রামে গ্রামে ঘুরেচ্ছে। এবার নিচু তলার কর্মীরা জেগেছে।
কার্য়ত পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এবারের পঞ্চায়েত নির্বাচনে অভিযোগকে হাতিয়ার করে লড়তে চলেছে বামপন্থীরা, তা সিপিএমের রাজ্য সম্পাদকের কথায় পষ্ট।এদিনের বৈঠকে মঃ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন বাম নেতা অশোক ভট্টাচার্য সহ জেলার নেতৃত্বরা। এদিনের বৈঠকে্র পর আগামীকাল দিনে বৈঠক জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও পরের সপ্তাহে কোচবিহার জেলা কমিটির সাথে বৈঠক করবে সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023