দামি উপহারের সাথে শুরু হল নতুন জীবন

খুব সদ্য বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি । আর এই ‘বিগ ফ্যাট ওয়েডিং’ এ কে কী উপহার দিল ?

আথিয়ার বাবা বলিউড সুপারস্টার সুনীল শেট্টি তাঁর মেয়ে জামাইকে মুম্বাইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার স্বরূপ দিয়েছেন । আর সেখানেই থাকবেন রাহুল ও আথিয়া । আর সেই ফ্ল্যাটের দাম প্রায় ৫০ কোটি টাকা । বলিউডের ভাইজান, সলমন খান আথিয়াকে দিয়েছেন একটি অডি গাড়ি যার আনুমানিক মুল্য ১.৬৪ কোটি টাকা । জ্যাকি শ্রফ আথিয়াকে প্রায় ৩০ লক্ষ টাকা মুল্যের ঘড়ি উপহার দিয়েছেন । অর্জুন কাপুর দিয়েছেন দেড় কোটি টাকা মুল্যের ডায়মন্ড ব্রেসলেট ।

উপহার দেওয়াতে পিছিয়ে ছিলনা ক্রিকেট মহলও । ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়কের বিয়েতে তাঁকে ২ কোটি ১৭ লক্ষ টাকার বিএমডব্লুউ গাড়ি উপহার দিয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি । মহেন্দ্র সিংহ ধোনি রাহুলকে দিয়েছেন প্রায় ৮০ লক্ষ টাকার কাওয়াসাকি নিনজা বাইক। তাছাড়াও এই নবদম্পতি পেয়েছেন প্রচুর দামী উপহার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube