
নিউজটাইম ওয়েবডেস্ক :
বিজেপি থেকে এবার সরে দাঁড়ালেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। মাস কয়েক আগেই টলিপাড়া থেকে অনেকেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু এবার ধীরে ধীরে গেরুয়া শিবিরে ভাঙন ধরতে শুরু করেছে। ইতিমধ্যেই বিজেপি থেকে বিদায় নিয়েছেন টলিউডের বহু মুখ। এবার সেপথেই হাঁটলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ও।
দলের বর্তমান পরিস্থির দিকটি বিবেচনা করেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, যে দলে কপিল মিশ্র ও অনুরাগ ঠাকুরদের মতো মানুষ রয়েছেন, সেখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই শেষমেষ সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি।
এদিন অভিনেত্রী শুভদ্রা মুখোপাধ্যায় বলেন, আনেক আশা নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। তাঁর মনে হয়েছিল দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইতিবাচক ভূমিকা পালন করবে মোদি সরকার। কিন্তু তাঁর সেই ধারনা বাস্তবে কার্যকারী না হওয়ায় ক্ষোভ জন্ম নেয় অভিনেত্রীর মনে। আর সেখান থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এর টলি অভিনেত্রী। একইসাথে এদিন দিল্লির প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন অবিনেত্রী। তিনি বলেন, আজ যে হিংসার ঘটনা দিল্লিতে ঘটছে, কাল তা বাংলাতেও হতে পারে।
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023
- শ্রীলঙ্কার এক ব্যক্তিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী - March 25, 2023