
নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। দশকের পর দশক পেরিয়ে এখনও বক্স অফিসে হিট তিনি। কিন্তু তাঁর জৌলুস যেন ক্ষয়ে যাচ্ছে এইবার। সুর্যবংশীর পর থেকে তেমন হিট সিনেমা দিতে পারেননি অক্ষয়। তাঁর জায়গায় নবাগত অভিনেতাদের দেখতে সিনেমা হলে ভিড় জমাচ্ছেন ভক্তরা। এইবার তাঁকে দেখতে কনসার্টে যেতেও তেমন আগ্রহী নয় ভক্তরা।
সম্প্রতি আমেরিকার ‘The Entertainers tour’ আয়োজন করা হয়েছিল। আটলান্টা, ফ্লোরিডা, তেক্সাস, অকল্যান্ড এবং নিউ জার্সিতে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেই শো নাকি বাতিল করা হয়েছে। অক্ষয় শুধু নয়, এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকার কথা ছিল, মৌনী রায়, দিশা পাটানি, নোরা ফতেহির। কিন্তু হল না সেই অনুষ্ঠান। জানা যাচ্ছে, নিউ জার্সিতে অনুষ্ঠানের আয়োজক টিকিটের টাকা দিতে পারেননি। এই অনুষ্ঠান করার জন্য ২৭ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা ছিল অক্ষয়দের। কিন্তু শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করা হল। অনুষ্ঠানের আয়োজক সামাজিক মাধ্যমে অনুষ্ঠান বাতিল হওয়ার কথা জানিয়েছেন।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023