
দন্ডি কাণ্ডে অপরাধ মূলক কিছু খুঁজে পেলো না পুলিশ। আর এই কথাই উল্লেখ করে এসটি কমিশনকে রিপোর্ট পাঠালো পুলিশ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন এলাকার সাংসদ ডাঃ সুকান্ত মজুমদার। তিনি দন্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানোর ঘটনাটি এসটি কমিশন দ্বারা তদন্তের দাবি জানিয়েছেন।
গত ৭ এপ্রিল বালুরঘাটে আদিবাসী ৩ মহিলাকে দন্ডি কাটিয়ে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন তৎকালীন মহিলা তৃণমূলের সভানেত্রী তথা পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। সেই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি পুলিশ।
এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় রাজনৈতিক ও আদিবাসী মহল্লায়। এলাকার সাংসদ সুকান্ত মজুমদার ঘটনায় এসটি কমিশন ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে এসটি কমিশন রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার করে এবং এসটি কমিশনকে তদন্ত রিপোর্ট পাঠায়।
রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার। তিনি পুলিশকে দিয়ে নয়, এসটি কমিশনকে দিয়ে ঘটনার তদন্ত দাবি করেছেন।
- ‘আধ মরাদের ঘা মেরে’ বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ উইমেন্স কলেজ ক্যালকাটা - June 6, 2023
- ‘মৃত্যুযান’ করমণ্ডল! - June 3, 2023
- ক্রেতা সেজে সোনার দোকানে ৮-১০ লক্ষ টাকার গয়না চুরি! - June 2, 2023