
নিউজটাইম ওয়েবডেস্ক : ১৯৫১ সালের পর ১৯৭৬, মাঝখানে কেটে গিয়েছে অনেক কটা দিন। এই দীর্ঘদিনের বিরতির পর ফের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’র চলচ্চিত্রায়ন করতে চলেছেন নির্মল চক্রবর্তী। ৫১য় সুনন্দা বন্দ্যোপাধ্যায় ও পরে পরিচালক অজয় করের ‘দত্তা’য় বিজয়া চরিত্রে দেখা যায় মহানায়িকা সুচিত্রা সেনকে। কিন্তু ২০২০ সালের দত্তায় বিজয়ার ভূমিকায় নজর কাড়তে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
বেলগাছিয়া রাজবাড়িতে এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে ‘দত্তা’র শ্যুটিং। ১০০ বছরের পুরনো আদলে সেজে উঠেছে ওই রাজবাড়ি। আর এই নতুন প্রেক্ষাপটে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে বিজয়া নরেন ও বিলাসের সেই ত্রিকোণ প্রেমের গল্প। এখানে নরেনের চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে। এবং বিলাস চরিত্রে থাকছেন সাহেব চট্টোপাধ্যায়।
Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023