‘দত্তা’র পুর্ণজন্ম, ‘বিজয়া’ চরিত্রে ফিরছেন ঋতুপর্ণা

নিউজটাইম ওয়েবডেস্ক : ১৯৫১ সালের পর ১৯৭৬, মাঝখানে কেটে গিয়েছে অনেক কটা দিন। এই দীর্ঘদিনের বিরতির পর ফের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’র চলচ্চিত্রায়ন করতে চলেছেন নির্মল চক্রবর্তী। ৫১য় সুনন্দা বন্দ্যোপাধ্যায় ও পরে পরিচালক অজয় করের ‘দত্তা’য় বিজয়া চরিত্রে দেখা ‌যায় মহানায়িকা সুচিত্রা সেনকে। কিন্তু ২০২০ সালের দত্তায় বিজয়ার ভূমিকায় নজর কাড়তে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

বেলগাছিয়া রাজবাড়িতে এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে ‘দত্তা’র শ্যুটিং। ১০০ বছরের পুরনো আদলে সেজে উঠেছে ওই রাজবাড়ি। আর এই নতুন প্রেক্ষাপটে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে বিজয়া নরেন ও বিলাসের সেই ত্রিকোণ প্রেমের গল্প। এখানে নরেনের চরিত্রে দেখা ‌যাবে জয় সেনগুপ্তকে। এবং বিলাস চরিত্রে থাকছেন সাহেব চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে এই উপন্যাস অবলম্বনে অজয় কর প্রথম একটি সাদা কালো ছবি তৈরি করেন ‌যেখানে বিজয় চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। প্রেমের সম্পর্কের উপর ভিত্তি করে লেখা উপন্যাস আজকের যুগেও ‌যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করেই ফের দর্শকদের সামনে নিয়ে আসছেন আরেক ‘দত্তা’।

১৯৭৬-এ অজয় কর পরিচালক ‘দত্তা’র সাথে ২০২০ সলের ‘দত্তা’ প্রসঙ্গে পরিচালক নির্মল চক্রবর্তী বলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ যা লিখে গিয়েছেন তা চিরন্তন? আগেও সেগুলির চলচ্চিত্রায়ন হয়েছে এবং ভবিষ্যতেও তা হবে। এরপরেই অজয় কর পরিচালিত ‘দত্তা’র প্রসঙ্গ তুলে তিনি বলেন, উনি একজন বিখ্যাত পরিচালক, উনি ওনার মত করে ‘দত্তা’ বানিয়েছিলেন, আমি আমার মত করে গল্পটি তুলে ধরার চেষ্টা করেছি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube