
রাস্তায় দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানো কাণ্ডে রবিবারও ক্ষোভে ফুসছেন আদিবাসিরা । ঘটনার প্রতিবাদে আদিবাসিদের বিভিন্ন সংগঠন একজোট হয়ে বাদসনকৈর গ্রামে নির্যাতিতাদের বাড়িতে যান । এদিনও সেখানে চার মহিলার কারও দেখা মেলেনি । আদিবাসি নেতারা নির্যাতিতাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।
এদিন পরিবারের লোকেরা জানিয়েছেন যে তাঁদের সমাজে দণ্ডি কাটার মতো ধর্মীও কোন রীতি নিয়ম নেই । জোর করে দণ্ডি কাটানো হয়েছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা মালতি মুর্মুর ছেলে সুব্রত বাস্কে । আদিবাসী সংগঠনের পাশাপাশি এদিন বিরোধী দলের প্রতিনিধিরাও ওই গ্রামে গিয়ে আদিবাসীদের সাথে দেখা করেন ।
এদিকে দণ্ডি কাটানোর ঘটনায় বিজেপির আন্দোলন আরও তীব্রতর আকার নিতে চলেছে সোমবার । সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সোমবার বালুরঘাটে বিক্ষোভ র্যালি করবে বিজেপি ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023