
নিউজটাইম ওয়েবডেস্ক :
করোনার ত্রাসে শ্যুটিং বন্ধ করে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই প্রায় দশদিনের জন্য আইসোলেশনে গেলেন সৃজিত-প্রসেনজিৎ। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, তারা সবাই ভালভাবে পৌঁছে গেছেন। যেহেতু বাইরে থেকে এসেছেন তাই বাড়ি ফিরে সাতদিনের জন্য বাকি সবার থেকে নিজেকে আলাদা রাখবেন তারা । তাঁর ছেলেও লন্ডন থেকে ফিরে এসেছে। সবাই ভাল আছে। সরকার যা যা বিধি নিষেধ দিয়েছে তা মেনে চলার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি ।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও একই কথা জানান সংবাদমাধ্যমকে। আফ্রিকার জোহানেসবার্গে আর একদিনের শুটিং বাকি ছিল। কিন্তু তড়িঘড়ি শেষ করা গেছে কাকাবাবুর শুট এবং দক্ষিণ আফ্রিকাতেও ‘ন্যাশানাল ইমার্জেন্সি’ জারি হয়েছে। সৃজিত বললেন, সময়ের আগে শ্যুটিং শেষ করতে পেরে খুশি তিনি । বিদেশ ফেরত হওয়ায় আগামী ১০দিন নিজেকে আইসোলেশনে রাখবেন তিনি । রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই সমস্ত নিয়ম পালন করবেন ।

অন্যদিকে করেনার জন্য নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গিয়েছে টেলিপাড়ার শুটিং। বুধবার থেকে ৩০ মার্চ পর্যন্ত টালিগঞ্জের সমস্ত শুটিং বন্ধ থাকবে।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022