
নিউজটাইম ওয়েবডেস্ক : আত্রেয়ী নদীর নাব্যতা ফিরিয়ে দিতে শুরু হয়েছিল বাঁধ তৈরির কাজ। ৩০ কোটিরও বেশি টাকায় বরাদ্দ সেই বাঁধ তৈরির কাজ মাঝ পথেই থমকে রয়েছে। নদী মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা কংক্রিটের চাঙ্গর ও আবর্জনা না সরানোয় দূষিত হয়ে রয়েছে আত্রেয়ী। দ্রুত বাঁধ তৈরির কাজ পুনরায় শুরুর দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার মানুষ।
আত্রেয়ী নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে দিতে মাঝ বরাবর রিভার-ড্যাম নামক কম উচ্চতার বাঁধ নির্মাণের কাজ শুরু করে সেচ দপ্তর। শহরের চকভবানী এলাকায় গত ডিসেম্বর মাসে কাজ শুরুও হয়। মে মাসে হঠাৎই নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নির্মিয়মান বাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি নির্মাণ সরঞ্জাম ও সামগ্রী ভেসে যাওয়ায় মাঝ পথেই সেই কাজ বন্ধ হয়ে যায়। তারপর আর সেই কাজ আজও শুরু না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। প্রতিবেশী বাংলাদেশ ভুখন্ডে মোহপুরার এলাকায় নদীতে মাঝ বরাবর রাবার-ড্যাম দেওয়ায় এপারে দক্ষিণ দিনাজপুরে নাব্যতা কমেছে আত্রেয়ীর। ফলে সমস্যায় পড়েছেন মৎস্য ও কৃষি জীবি মানুষেরা। সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত বছর ডিসেম্বরে বালুরঘাটে আত্রেয়ী নদীতে রিভার ড্যাম তৈরির কাজ শুরু হয়। এক বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন করারও নির্দেশ সেই সময় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। কিন্তু বছর গড়িয়ে গেলেও থেমে থাকা সেই কাজ কবে ফের শুরু হবে সেই প্রশ্নই সকলের।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023