
নিউজটাইম ওয়েবডেস্ক : বছর ঘুরলেই ২০২৪ লোকসভা নির্বাচন। তার আগেই ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। আজ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে।শেষ পর্যন্ত গেরুয়ার দখলেই রইল ত্রিপুরা। বিপুল ভোটে জয়ী হয়েছেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইতিমধ্যেই সেখানে জয়ের উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে।
বিজেপি এইপিএফটি জোটে জিতে ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার গড়তে চলেছে। তবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে চমকপ্রদ উত্থান হয়েছে ‘টিপ্রা মোথা’র। কিশোর মাণিক্য দেব্বর্মার দল সেখানে ১২ টি আসন দখলে আনতে পেরেছে। এবং বাম-কংগ্রেস জোট পেয়েছে ১৪টি আসন। তবে বিজেপির আসন আগের থেকে কমলেও অ্যাডভান্টেজ রইল বিজেপির হাতে।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023