ত্রাতার ভূমিকায় দেব, নেপাল থেকে ১০০০ পরিযায়ীকে ফেরাচ্ছেন সাংসদ

নিউজটাইম ওয়েবডেস্ক : এর আগেও পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল বলিউড অভিনেতা তথা সাংসদ দেবকে। দিন কয়েক আগেই নেপাল থেকে বাংলার প্রায় ৩৬ জন পরিযায়ীকে ঘরে ফিরিয়েছেন দেব। এবার ফের নতুন করেপরিযায়ী শ্রমিককদের অনুরোধে ১০০০ জনকে নিজ নিজ ঘরে ফেরানোর উদ্যোগ নিলেন তিনি। 

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে অনুমতি নিয়ে ভারত-নেপাল সীমান্তে যে সংস্ত বাংলার মানুষগুলি আটকে পড়েছিলেন তাঁদের ৩৬ জনকে ফিরিয়ে আনেন দেব। এই পরিযায়ীদের মধ্যে বেশিরভাগই দেবের সাংসদীয় এলাকা তথা ঘাটালের বাসিন্দা। এছাড়া এই ৩৬ জনের মধ্যে রয়েছে আরামবাগ, বাঁকুড়া সহ আরও বেশ কিছু জেলার মানুষ। করোনার মতো দেশের কঠিন পরিস্থিতির মধ্যে দেবের এই সাহায্য নিঃসন্দেহে প্রশংসনীয়। আর দেবের এই উদ্যোদের জন্য এবার নতুন করে জম্মু-কাশ্মীর এমনকি দুবাইয়ে আটকে পড়া পরিযায়ীরাও তাঁদের নিজেদের ঘরে ফেরাতে অনুরোধ জানিয়েছেন সাংসদকে। ইতিমধ্য়েই পেটের দায়ে কাজ করতে যাওয়া ১০০০ জন পরিযায়ী শ্রমিকদের নেপাল থেকে ফেরাতে চলেছেন দেব। জানা গিয়েছে, তাঁরা সকলেই ঘাটালের বাসিন্দা। ইতিমধ্য়েই তাঁদের ফেরত আনতে ৭ টি বাসের ব্যবস্থা করেছেন  অভিনেতা। এই বাসগুলি দফায় দফায় পরিযায়ীদের নিয়ে আসবে। 

ইতিমধ্য়েই দুবাইয়ে আটকে পড়া পরিযায়ীদের ফোন পেয়েছেন দেব। সেখানে আটকে রয়েছেন প্রায় ১৮০ জন ভারতীয়। অভিনেতাকে ফোনে আর্জি জানানো হয়েছে তিনি যেন তাঁদের বাড়ি ফিরতে সাহায্য করেন। এবিষয়ে সাংসদ জানান, “জানি না আমি কতটা পারব। তবে আমি সবরকমভাবে পাশে থাকব।”

এছাড়াও বর্তমানে জম্মু সীমান্তে আটকে পড়া ঘাটালের ৫০ জনকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছেন তৃণমূল সাংসদ। দেবের কথায়, “এটা নিজের ঢাক নিজে পেটানোর সময় নয়! বরং দুস্থ মানুষগুলো যাঁরা বাড়ি ফিরতে পারছেন না, তাঁদের পাশে দাঁড়ানোর সময়।”

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube