‘তোমায় খুব মিস করি মা’- মায়ের মৃত্যুবার্ষিকীতে হৃদয়বিদারী পোস্ট জাহ্নবীর

নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের চাঁদনি শ্রীদেবী ছেড়ে গেছেন আমাদের সকলকে । ঠিক ২বছর আগে আজকের দিনেই। তবে তাঁর কাজের জন্য তিনি সবার মধ্যোই বেঁচে থাকবেন চিরদিনই ৷ শ্রীদেবীর আচমকা  প্রয়াণের খবর নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকেই ৷ দুবাইয়ে ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে সপরিবারে গিয়ে মজেছিলেন তিনি, এরপরেই অসুস্থ হয়ে পড়েছিলেন শ্রীদেবী ৷

 

হোটেলের বাথটবেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি বলে জানা ‌যায়৷ আজ তাঁর দ্বিতীয় প্রয়াণ দিবসে বড় মেয়ে জাহ্নবী কাপুর ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন ‘প্রতিদিনই তোমাকে খুব মিস করি মা’ ৷ তার সেই পোস্টে বলিউড থেকে অন্যন্য কলাকুশলীরা সমবেদনা ও ভালেবাসা জানায়।

শ্রীদেবীর মৃত্যু বলিউডের এক বড় ক্ষতি ৷ মৃত্যুর ২ বছর পরেও পরিষ্কার নয় শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ ৷ কার্ডিয়াক অ্যারেস্ট না ওষুধের অতিরিক্ত মাত্রা ৷ তাঁর মৃত্যুর পরে দুবাইতে ফরেন্সিক রিপোর্ট প্রকাশ্যে এসেছিল তাতে পরিষ্কার লেখা ছিল কোনও রকমের সংক্রামক রোগে আক্রান্ত ছিলেন না শ্রীদেবী বা তাঁর হার্ট অ্যাটাকও হয়নি ৷

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube