
।। স্বর্ণালী মান্না ।।
দক্ষিণ মালয়েসিয়ার উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে আচমকাই আগুন লেগে যায় ।সুত্রের খবর, ট্যাঙ্কারের তিনজন ব্যক্তি এখনও পর্যন্ত নিখোঁজ বলে জানা যাচ্ছে । এখনও চলছে তাদের খোঁজ ।
২৮ জন নাবিকদল সহ ওই তেলের ট্যাঙ্কারটি চায়না থেকে সিঙ্গাপুর যাচ্ছিল । সোমবার স্থানীয় সময় অনুযায়ী, বিকেল ৪টে নাগাদ, তাঞ্জুং সেদিলির উত্তর-পূর্ব অঞ্চলে হঠাৎ আগুন লেগে যায় ওই তেলের ট্যাঙ্কারে । আশাপাশে উপস্থিত দুটি জাহাজ ২৩ জন ব্যক্তিকে উদ্ধার করে ।
দুর্ঘটনার কথা জানতে পেরে সামুদ্রিক সংস্থার পক্ষ থেকে একটি নৌকা ঘটনাস্থলে পাঠানো হয় আটকে পড়া নাবিকদের উদ্ধার করার জন্য ।সুত্রের খবর, মোট ২৮ জন নাবিক ছিলেন ওই ট্যাঙ্কারে, তবে এদের মধ্যে এখনও নিখোঁজ ৩ জন নাবিক ।
মালয়েসিয়ান ম্যারিটাইম এনফোরসমেন্ট এজেন্সি জানিয়েছে, এই জাহাজ গ্যাবনের সাথে নথিভুক্ত করা । ট্যাঙ্কারটি এম টি পাবলো বলে চিহ্নিত করা গেছে । আগুন লাগার ফলে পরিবেশের কোনও ক্ষতি হয়েছে কি না এখনও পর্যন্ত তা জানা যায়নি । তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023