
নিউজটাইম ওয়েবডেস্ক : যে মঞ্চ থেকে রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল তাঁর, রাজধানীর সেই রামলীলা ময়দানের মঞ্চেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী পাঁচ বছরের জন্য দিল্লির শাসনের দায়িত্বভার কাঁধে তুলে নিলেন তিনি। এদিনই শপথ নেন তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যরা। ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন, মণীশ সিসোদিয়া, গোপাল রাই, কৈলাশ গেহলট ও ইমরান হুসেন।
শপথের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, গত পাঁচ বছর দল দেখে নয়, সবার জন্য উন্নয়নের কাজ করেছেন তিনি। আগামী পাঁচবছরও সবাই একযোগে দিল্লির উন্নয়নের কাজ করবেন। এখন থেকে ২ কোটি দিল্লিবাসী তার পরিবারের সদস্য। তাই সমস্যা হলে তাকে বলতে দ্বিধা করতে না করেন। শপথ অনুষ্ঠান উপলক্ষে এদিন সকলা থেকেই দিল্লিবাসীর উচ্ছ্বাস নজরে পড়ে। জয়ের পরই কেজরিওয়াল জানিয়েছিলেন ।১২টি এলইডি জায়ান্ট স্ক্রিনেও ধরা পড়ে শপথ অনুষ্ঠান। আম আদমি দলের নেতার শপথে এসেছিলেন দিল্লির সাধারণ মানুষজন। উপস্থিত ছিলেন, দিল্লি সরকার পরিচালিত স্কুলের শিক্ষক, অলিম্পিয়াড জয়ী পড়ুয়ারা, মহল্লা চিকিৎসক, বাইক অ্যাম্বুল্যান্সের চালক, দমকল কর্মী, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। এছাড়াও ছিলেন বাস-অটো চালক, মেট্রো চালকরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022