তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর

।। অনিমেষ প্রামাণিক ।।

আবার উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা। তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর, পঞ্চায়েত ভোটের আগে আবারও নতুন করে উত্তপ্ত ময়নার বাকচা।

যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে ততই তৃণমূল-বিজেপি সংঘর্ষে আবারও উত্তপ্ত ময়নায় বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকা। গত পঞ্চায়েত ভোটের পর থেকেই বারবার শিরোনামে উঠে এসেছে ময়নার বাকচা। গতকাল বিকেলের ঘটনার সূত্রপাত। গতকাল বিকেলে ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আড়ংকিয়ারানা এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষের সূত্রপাত। এরপর রাতভর চলে দুই পক্ষের তান্ডব। দুই দলের তরফেই ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ তাদের কর্মী সমর্থকরা যখন ওই এলাকা দিয়ে মিছিল করে যায়,তখনই অতর্কিতভাবে বিজেপির মিছিলে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এরপরই তৃণমূল বিজেপি দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়।ময়না থানার বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তৃণমূল ও বিজেপির কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।

আর এই ঘটনা রেশ কাটতে না কাটতে ফের রাত থেকে নতুন করে আবার বাকচা গ্রাম পঞ্চায়েত এর বিভিন্ন এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। বাকচা গোড়ামাহাল এলাকার বিজেপির কর্মীদের বাড়ির লক্ষ্য করে ব্যাপক হারে বোমা মারা হয় বলে অভিযোগ। কয়েকজন বিজেপি কর্মীর বাড়িও ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। আজ স্যঃ
সকাল থেকে থমথমে পরিস্থিতি। ময়না থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার স্থলে।

যদিও তৃণমূলের দাবি যে ওই এলাকায় বিজেপি নতুন করে সন্ত্রাস সৃষ্টি করছে। ওদের গোষ্ঠী কোন্দলের জেরে বোমা গুলির লড়াই চলছে। পঞ্চায়েত এর আগে নতুন করে বিজেপি এলাকা দখলের লক্ষে নেমেছে আর নিজেরা নিজেরাই গন্ডগোল করছে। যে এলাকায় গন্ডগোল হচ্ছে ওই এলাকায় তো আমাদের কোন তৃণমূল কর্মী নেই তাহলে আমরা গন্ডগোল করব কি করে।

যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে ততই নতুন করে উত্তপ্ত হচ্ছে ময়নার বাকচা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube