তৃণমূল নেতার বাড়িতে গুলি চালিয়ে গ্রেফতার

দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের বড়ালীতে তৃণমূল নেতা ফজলে করিমের বাড়িতে রাতের অন্ধকারে গুলি চালিয়েছিল একদল দুষ্কৃতী। মঙ্গলবার গভীর রাতে ঐ বর্ষীয়ান তৃণমূল নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসে। সেই ঘটনায় ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা ফজলে করিম। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ মোট সাতজনকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার রাতে। ধৃতদেরকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের মধ্যে রয়েছে স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা । ধৃতদের মধ্যে দুই গোষ্ঠীর লোকজনই রয়েছে বলে দাবি পুলিশের।

একদিকে যেমন স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদ ঘনিষ্ঠ জাগুলগাছি অঞ্চল যুব তৃণমূলের সভাপতি রাকেশ মন্ডল সহ ২ তৃণমূল কর্মী রয়েছেন তেমনি, অন্যদিকে কাইজার বিরুদ্ধ গোষ্ঠীর নেতা বাহারুল ইসলাম ঘনিষ্ঠ চারজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। ফজলে করিমের বাড়িতে গুলি চালানোর ঘটনায় এরা জড়িত থাকতে পারে এই আশঙ্কাতেই সাত জন তৃণমূল নেতাসহ কর্মীদের গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর মহাকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আরও কে বা কারা রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube