
নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য বিজেপির পক্ষ থেকে বুধবার একটি টোল-ফ্রি নম্বর চালু করা হলো যেখানে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন রাজ্যের মানুষ। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই বিশেষ পরিকল্পনার সূচনা করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নতুন এই “দুর্নীতির বিরুদ্ধে” পরিকল্পনাটি দিয়েই কিস্তিমাৎ করতে চাইছে গেরুয়া দল। দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “তৃণমূলের নানা দুর্নীতির কারণে রাজ্যের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। তৃণমূল সরকারের বিরুদ্ধে বা কোনও নির্দিষ্ট তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে আপনারা আমাদের এই টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন এবং আপনাদের অভিযোগগুলো নথিভুক্ত করতে পারেন।”
মানুষের করা এই অভিযোগ সংগ্রহ করে সেগুলো কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে বলে জানান পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই ফোন নম্বরটি হলো ৭০৪৪০৭০৪৪০। গত মাসেই নয়া দিল্লিতে বিজেপি নেতৃত্বের এক বৈঠক হয়, সেখানেই এই টোল-ফ্রি নম্বর চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকেই বলছেন, এটাই এখন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির রাজনৈতিক কৌশল হতে চলেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022