
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘হাউস ফর অল’ এ গরিব উপভোক্তাদের বঞ্চিত করে বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রভাবশালীদের বিরুদ্ধে।শহরের ২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলার মিতালি বন্দ্যোপাধ্যায়। সরকারি বাড়ি প্রাপকের তালিকায় রয়েছে তাঁর স্বামী সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, দেওর সঞ্জিত বন্দ্যোপাধ্যায়ের নাম। ওই ওয়ার্ডেরই বাসিন্দা মনোরঞ্জন দে। তিনি শহরের ২ নম্বর তৃণমূল ওয়ার্ড সভাপতি। পাকা বাড়ি রয়েছে। পুরসভায় চাকরি করেন। ছেলেও চাকরি করেন পশ্চিমবঙ্গ পুলিশে।
যদিও এব্যাপারে কাউন্সিলার মিতালি দেবীর দাবি, আমার বাড়ির অবস্থা খারাপ। আমি আমার ভাসুরের বাড়িতে থাকি। সেকারণেই আবেদন করেছিলাম। তালিকায় নাম এসেছে আমার স্বামী ও দেওরের। তবে অনেক গরীব দুঃখীদের দেখছি তালিকায় নাম নেই। তাঁদেরও নাম থাকলে ভালো হত। ওয়ার্ড সভাপতি মনোরঞ্জনবাবুকে প্রশ্ন করতেই তার তো ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি মত অবস্থা’, অনেক বছর আগে নাম উঠেছে। এই ব্যাপারে পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁয়ের অবশ্য দাবি, আমরা ফের সার্ভে করব। যোগ্য উপভোক্তাদের যাতে বাড়ি দেওয়া যায়, সেই চেষ্টাই করছি। তৃণমূলের জেলা কোঅরডিনেটর অজিত মাইতি বলেন, যদি এইরকম দলের কারো নাম তালিকায় থাকে তবে জেলাশাসক,সএসডিও কে বলব নাম বাদ দিয়ে দিতে। অন্যদিকে মেদিনীপুর পুরসভার সিপিএম এর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৃজিতা দে বক্সী বলেন, শাসক দলের মদতেই তাদের দলীয় কর্মীদের নাম উঠছে আবাস তালিকায়। অথচ শহরের গরিব বস্তিবাসীর নাম তালিকা থেকে বাদ গিয়েছে মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি শংকর গুছায়িতের দাবি, অবিলম্বে শাসক দলের নেতা ও কাউন্সিলরদের আত্মীয়র নাম বাদ দিতে হবে আবাস তালিকা থেকে।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023